শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

বাল্যবিয়ে প্রতিরোধে আইনের পাশাপাশি জনসচেতনতা জরুরি : স্পিকার

সিরাজগঞ্জ প্রতিনিধি

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাল্যবিয়ে রোধে আইন রয়েছে। তবে আইন থাকাটা যত জরুরি জনসচেতনতা থাকা তার চেয়ে বেশি জরুরি। সবাই মিলে জনসচেতনতা তৈরি করে বাল্যবিয়ে মুক্ত করতে হবে। গতকাল বিকালে উল্লাপাড়া সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ‘নারীর ক্ষমতায়ন ও বাল্যবিয়ে রোধ’ শীর্ষক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বাল্যবিয়ে প্রতিরোধ শুধু মা-বোনদের একার বিষয় নয়, আমরা যদি আমাদের মেয়েদের শিক্ষিত করতে পারি তাহলে জনগোষ্ঠীর একটি বড় অংশ শিক্ষিত হবে। একজন মা শিক্ষিত হলে, পরিবার শিক্ষিত হয়। একটি পরিবার থেকে একটি সমাজ-জাতি সবাই শিক্ষিত হয়। কাজেই নারীর উন্নয়ন কোনো বিচ্ছিন্ন বিষয় নয়। সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে হলে অর্ধেক জনগোষ্ঠীকে অবশ্যই এগিয়ে নিতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর