শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

ইউক্রেনের কাছে শুল্কমুক্ত বাজার সুবিধা চাইলেন তোফায়েল আহমেদ

নিজস্ব প্রতিবেদক

ইউরোপীয় ইউনিয়নের নতুন সদস্য ইউক্রেনের কাছে শুল্ক ও কোটামুক্ত বাজার সুবিধা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মন্ত্রিপর্যায়ের সম্মেলনে অংশ নিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ইউক্রেনের ভাইস প্রাইম মিনিস্টার অ্যান্ড মিনিস্টার অব ইকোনমিক ডেভেলপমেন্ট স্টিপেন কুবিভে এর সঙ্গে সাইডলাইন বৈঠকে বাংলাদেশের পক্ষে এই সুবিধা চান। ১২ ডিসেম্বর এই বৈঠক অনুষ্ঠিত হয়। বাণিজ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানায়। বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্য হিসেবে ইউক্রেন বাংলাদেশের পণ্য রপ্তানির ক্ষেত্রে শুল্ক ও কোটামুক্ত বাজার সুবিধা দিতে পারে। বাংলাদেশ আগে থেকেই ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর কাছে এ সুবিধা পেয়ে আসছে। ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নে যোগদানের ফলে এখন উভয় দেশের মধ্যে এ বাণিজ্য সুবিধা কাজে লাগানোর সুযোগ এসেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর