শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা
বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ

জাতীয় মেধা তালিকা করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে ৯০ দিনের মধ্যে একটি জাতীয় মেধা তালিকা করার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। এ অনুযায়ী সংশ্লিষ্টদের সনদ দিতে বলা হয়েছে। গতকাল বিচারপতি কাজী রেজা-উল হক এবং বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ নির্দেশ দেয়। রায়ে আদালত সাত দফা নির্দেশনা দিয়েছে। আদালতে রিটের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিষ্টার এম আমীর-উল ইসলাম, এ বি এম আলতাফ হোসেন, হুমায়ুন কবির, ইশরাত জাহান ও সাহাবুদ্দিন লার্জ। এনটিআরসিএর পক্ষে ছিলেন আইনজীবী কাজী মাইনুল হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর