শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

কুবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শাখা ছাত্রলীগ আয়োজিত বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। গতকাল বিকালের এ ঘটনায় যুগ্ম-সাধারণ সম্পাদকসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। তবে মারামারিতে অংশ নেওয়া ছাত্রলীগ নেতাদের অধিকাংশই ক্যাম্পাসের প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং শাখা ছাত্রলীগ কমিটির সদস্য।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিজয় দিবস উপলক্ষে শাখা ছাত্রলীগ আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের প্রথম রাউন্ডে কাজী নজরুল ইসলাম হলের কলা ও সমাজবিজ্ঞান অনুষদ এবং শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলা চলাকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের সঙ্গে যুগ্ম-সাধারণ সম্পাদক স্বজন বরণ বিশ্বাসের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে স্বজন বরণকে মাজেদের অনুসারী ও উপ-প্রচার সম্পাদক আহমেদ আলী বুখারী স্টাম্প দিয়ে কোমরে আঘাত করেন। এ সময় স্বজনের অনুসারী সিফাত ফয়েজ এগিয়ে এলে মাজেদের অনুসারী ও যুগ্ম-সাধারণ সম্পাদক বায়েজিদ ইসলাম গল্প, উপ-আইনবিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম সৈকত, উপ-সমাজসেবাবিষয়ক সম্পাদক মুনতাসির আহমেদ হৃদয় মিলে সিফাত ফয়েজ ও আতিকুর রহমানকে স্টাম্প দিয়ে মাথায় আঘাত করলে তারা মাটিতে লুটিয়ে পড়েন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘খেলাকে কেন্দ্র করে ছাত্রদের মধ্যে মারামারি হয়েছে। আমি ঘটনা শুনেই অ্যাম্বুলেন্স পাঠিয়েছি। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর