শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা
বাজার দর

পাইকারিতে দাম কমলেও প্রভাব পড়েনি সবজির বাজারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পাইকারিতে দাম কমলেও প্রভাব পড়েনি সবজির বাজারে

চট্টগ্রামে সবজির পাইকারি বাজারে ৫ থেকে ১০ টাকা কমলেও তার প্রভাব পড়েনি খুচরা বাজারে। ফলে গত সপ্তাহের দরেই বিক্রি হচ্ছে শাক সবজি। একইভাবে অপরিবর্তিত রয়েছে মাংসের বাজার। জানা যায়, নগরীর সবজির পাইকারি বাজারগুলোকে কেজি প্রতি সবজির দাম কমেছে ৫ থেকে ১০ টাকা। শুক্রবার রিয়াজ উদ্দিন বাজারের আড়তে বেগুন বিক্রি হয়েছে প্রতি কেজি ৩০ টাকা, টমেটো ৩৫, ফুলকপি ৩৫, বাঁধাকপি ৩৫, মুলা ১৫, শসা ২৫ ও আলু ২০ টাকা দরে। অথচ চকবাজার ও কাজির দেউড়ি বাজারে বেগুন বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০ টাকা, টমেটো ৪০-৪৫, ফুলকপি ৪০, বাঁধাকপি ৪৫, মুলা ২০, শসা ৩৫ ও আলু ২৫ টাকায়। পাইকারিতে শিমের কেজি বিক্রি হচ্ছে ৪৫ টাকা, খুচরা পর্যায়ে ৬০ টাকা। বাজারে গরুর মাংসের কেজি ৫৮০, খাসির মাংসের কেজি ৭০০, ফার্মের মুরগি ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। যা অপরিবর্তিত রয়েছে। কাজির দেউড়ি বাজারের খুচরা ব্যবসায়ী হোসেন বলেন, ‘পাইকারি বাজারে প্রায় সবজির দাম কমেছে। তবে বৃহস্পতিবার ক্রেতা না থাকায় বিক্রি কম হওয়ায় সবজি বিক্রি হয়নি, ফলে অনেক সবজি নষ্ট হয়েছে। তাই দাম কমালে পোষাবে না।’

সর্বশেষ খবর