মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শ্যামপুরে একটি টেক্সটাইল মিলে এবং পল্টনে একটি ইলেকট্রনিক্স শো’রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস সূত্র বলছে, গতকাল ভোর সাড়ে ৪টার দিকে শ্যামপুরে লাকী টেক্সটাইল মিলের তৃতীয় তলায় আগুন লাগে। তৃতীয় তলায় কারখানার ক্লাসিক ডাইং অ্যান্ড প্রিন্টিং, খান ডাইং অ্যান্ড প্রিন্টিং ও এসজে প্রিন্টিং নামে তিনটি ইউনিট ছিল। আগুনে তা সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস সূত্র বলছে, ভোরে কারখানায় উৎপাদনের কাজ চলছিল। হঠাৎ কারখানায় আগুন লেগে যায়। পরে প্রাণে বাঁচতে ওই কারখানার ৩১জন শ্রমিক ভবনের ছাদে গিয়ে আশ্রয় নেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ৮টি ইউনিটের মাধ্যমে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ভবনের ছাদ থেকে আটকা পড়া শ্রমিকদের নিরাপদে উদ্ধার করেন। এদিকে, গতকাল বেলা পৌনে ১১টার দিকে পুরানা পল্টনে আজাদ প্রডাক্টসের শো’রুমে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে একটি ইউনিটের সাহায্য আগুন নিয়ন্ত্রণে আনে। একটি বৈদ্যুতিক মোটর বিস্ফোরিত হয়ে ওই শো’রুমে আগুন লাগে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর