মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

বিশেষায়িত চিকিৎসা হবে ভোলাতেই

————— বাণিজ্যমন্ত্রী

ভোলা প্রতিনিধি

ভোলায় ২৫০ শয্যাবিশিষ্ট বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের মায়ের ১১তম মৃত্যুবার্ষিকীতে তার বাবা-মার নামে ‘আজহার-ফাতেমা মেডিকেল কলেজ ও হাসপাতাল’-এর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল দুপুরে ভোলার উপশহর বাংলাবাজার ফাতেমা খানম কমপ্লেক্সে তিন একর জমির ওপর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘একসময়ের পিছিয়ে পড়া জনপদ ভোলার বাংলাবাজারে প্রতিষ্ঠা করা হবে একটি মেডিকেল কলেজ। এখন থেকে সব ধরনের বিশেষায়িত চিকিৎসা ভোলার মানুষ এই মেডিকেল কলেজ হাসপাতালেই করতে পারবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর