শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ

নিজস্ব প্রতিবেদক

আজ ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠিত হবে। বছরজুড়ে প্রশ্নফাঁস নিয়ে চলা বিতর্ক এড়াতে সতর্ক ব্যবস্থা গ্রহণ করেছে পিএসসি। এ বছর বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ৩ লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেছেন। এ বছরই সর্বোচ্চসংখ্যক প্রার্থী আবেদন করেছেন। এ ব্যাপারে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন, ‘এবারের বিসিএস পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অন্যান্য বারের তুলনায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি আমরা। ইতিমধ্যে পরীক্ষাসংশ্লিষ্ট প্রতিটি কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করেছি। সুষ্ঠুভাবে পরীক্ষা নিতে ও পরীক্ষার প্রশ্নফাঁস ঠেকাতে সব ধরনের প্রস্তুতি নিয়েছি। আশা করছি, একটি ক্লিন পরীক্ষা সম্পন্ন করতে পারব।’

তিনি আরও বলেন, ‘বিভিন্ন নিয়োগ পরীক্ষায় জালিয়াতির মাধ্যমে যারা প্রশ্ন ফাঁস করেছে, তাদের কীভাবে ধরা যায়, সে-সংক্রান্ত অভিজ্ঞতা ও জ্ঞানও নেওয়া হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে।’

পিএসসি সূত্র জানায়, দেশের প্রতিটি পরীক্ষা কেন্দ্রে দুটি করে মেটাল ডিটেক্টর দেওয়া হয়েছে। পরীক্ষার প্রতিটি কক্ষে একটি করে ঘড়ি দেওয়া হয়েছে। বেশ কয়েক সেট প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। এ ছাড়া, ইতিমধ্যে গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হলপ্রধান, হল পরিদর্শক, পিএসসির কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছে পিএসসি।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর