বুধবার, ৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
বন্ড সুবিধা অপব্যবহার

১২০ কোটি টাকার রাজস্ব ফাঁকির মামলা

নিজস্ব প্রতিবেদক

বন্ড সুবিধা অপব্যবহারের অভিযোগে মেসার্স মাসটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিরুদ্ধে ১২০ কোটি টাকার রাজস্ব ফাঁকির মামলা করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। গতকাল ঢাকা কাস্টম হাউসে মামলাটি করা হয়। পুরান ঢাকার কোতোয়ালি থানায় আরেকটি ফৌজদারি মামলা হবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান।

শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, গত বছরের ২০ আগস্ট আমদানি করা গার্মেন্ট কাঁচামাল খোলা বাজারে বিক্রির জন্য পুরান ঢাকার ইসলামপুর নিয়ে যায় মেসার্স মাসটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। পরে তা জব্দ করেন শুল্ক গোয়েন্দারা। এ ঘটনায় একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়। অনুসন্ধানে দেখা যায়, প্রতিষ্ঠানটি যাত্রার পর থেকে গত বছরের ২০ আগস্ট পর্যন্ত মোট ১২৬ কোটি ২৯ লাখ ৫৪ হাজার ৭৩৮ টাকার কাঁচামাল আমদানি করে। বন্ড সুবিধায় শুল্কমুক্ত আমদানি করা মোট ৫৬ লাখ ৫৮ হাজার ৯৬১ কেজি কাঁচামাল খোলা বাজারে বিক্রি করেছে তারা। এতে কাস্টমস আইন পুরোপুরিভাবে লঙ্ঘন হওয়ায় রাজস্ব ফাঁকির মামলা হয়।

 

সর্বশেষ খবর