বুধবার, ৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বিদ্যুৎ চুরি ও অপচয়ে শাস্তি কমাতে বললো সংসদীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক

অবৈধ সংযোগের মাধ্যমে গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ চুরি ও বিতরণ পর্যায়ে বিদ্যুৎ অপচয়ের শাস্তি কমাতে বলেছে সংসদীয় কমিটি। সংসদে উত্থাপিত বিলে বাসাবাড়িতে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের দায়ে ৩ বছরের শাস্তির বিধান লঘু করে এক বছর করতে সুপারিশ করেছে কমিটি। তবে ওই সময় ব্যবহূত বিদ্যুৎ বিলের দ্বিগুণ জরিমানা আদায়ের বিধান ঠিক রাখা হয়েছে। পাশাপাশি সরকারিভাবে বিতরণ পর্যায়ে বিদ্যুৎ অপচয়ের শাস্তি ৫ বছর থেকে কমিয়ে ৩ বছর করা হয়েছে। সংসদ ভবনে অনুষ্ঠিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৩৯তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও নাসিমা ফেরদৌসী এমপি বৈঠকে অংশ নেন।

সংসদ সচিবালয় জানায়, বৈঠকে সংসদে উত্থাপিত বিদ্যুৎ বিলের ৩৩টি ধারা (২৭ থেকে ৬১ ধারা) নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, বিভিন্ন ধারার শব্দ ও বানানগত কারণিক ত্রুটি-বিচ্যুতি সংশোধনসহ ২৭ ধারায় অবৈধ সংযোগের মাধ্যমে গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ চুরি, শাস্তি ও ৩৪ ধারায় বিতরণ পর্যায়ে বিদ্যুৎ অপচয়ের বর্ণিত শাস্তির বিধান সংশোধনের সুপারিশ করা হয়েছে। বৈঠকে বিদ্যুৎ বিভাগের সচিব, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর