বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

জবি ছাত্রলীগের দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাস অস্থিতিশীল হয়ে উঠেছে। গতকাল এবং আগেরদিন প্রথম বর্ষের ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের র‌্যাগিং ও ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সভাপতি ও সাধারণ সম্পাদকের কর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ১০ ছাত্রলীগ কর্মী আহত হয়েছে। ২ জনের অবস্থা আশঙ্কাজনক। পরবর্তীতে ক্যাম্পাসে অতিরিক্ত পাঁচ প্লাটুন পুলিশ মোতায়েন করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানা গেছে, গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের র‌্যাগিংকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেলের    কর্মী     কণিক ও তাইজুদ্দিনকে শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলামের কর্মীরা মারধর করেন। এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল সকাল আটটার দিকে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে টিএসসিতে সভাপতি গ্রুপের কর্মী স্বপনকে সাধারণ সম্পাদক গ্রুপের কর্মীরা মারধর করেন। এরপর সভাপতি গ্রুপের কর্মীরা ক্যাম্পাসে জড়ো হয়ে দেশীয় অস্ত্র রামদা, চাপাতি, রড, হাতুড়ি, লাঠিসোঁটা নিয়ে মহড়া দেন। এক পর্যায়ে তারা সাধারণ সম্পাদকের কর্মীদের ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। এ পরিস্থিতিতে সাধারণ সম্পাদকের কর্মীরাও দেশীয় অস্ত্র নিয়ে ক্যাম্পাসে জড়ো হতে থাকে। এ সময় পুরো ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর সাধারণ সম্পাদকের গ্রুপের কর্মীরা প্রশাসনিক ভবনের সামনে সভাপতি গ্রুপের কর্মী সোহানের (১১তম ব্যাচ,মার্কেটিং) উপর হামলা করে। পরে আহত অবস্থায় সোহানকে প্রথমে ন্যাশনাল পরে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। এ পরিস্থিতিতে দুপুর ১২টার দিকে সাধারণ সম্পাদকের কর্মীরা শহীদ মিনারের সামনে অবস্থান নেন।

কোতোয়ালি জোনের এসি বদরুল হাসান রিয়াদ বলেন, ক্যাম্পাসে পুলিশ কঠোর অবস্থান নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পাঁচ প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর