রবিবার, ৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
কোরআনের আলো প্রতিভার ১০ বছর

হাফেজদের ইঞ্জিনিয়ার ডাক্তার তৈরির প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

দেশের হাফেজদের ডাক্তার ও ইঞ্জিনিয়ার হিসেবে তৈরি করার জন্য আলাদা প্রতিষ্ঠান গড়ার প্রস্তাব দিয়ে কোরআনের আলো ফাউন্ডেশনের বক্তারা বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পুরস্কার পাওয়া বাংলাদেশের হাফেজরা এ দেশের জন্য সম্মান বয়ে আনছেন। হাফেজদের অবহেলা না করে তাদের প্রতিভাকে মূল্যায়ন করা দরকার। গতকাল বিকালে কোরআনের আলো ফাউন্ডেশনের উদ্যোগে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রমের ১০ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা   বলা হয়। এ ছাড়া অনুষ্ঠানে ২০১৮ সালের প্রতিভা সন্ধানের কার্যক্রম উদ্বোধন করা হয়। কোরআনের আলো সংগঠনের চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফের সঞ্চালনায় উদ্বোধনের সময় মঞ্চে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, পিএইচপির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান, বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ভারতের কারি শায়েখ মোহাম্মদ আলী খান, ইন্দোনেশিয়ার শেখ মুমিন আইনুল নোমান ও মিসরের শায়েখ ড. আবদুস নাসের কোরআন তেলাওয়াত করেন। এ ছাড়া ২০১৩ সালে ৭০টি দেশের প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম পুরস্কার প্রাপ্ত এ দেশের হাফেজ নাজমুস সাকিব, ২০১৭ সালে ১০৩টি দেশকে পেছনে ফেলে প্রথম পুরস্কার প্রাপ্ত হাফেজ তারিকুল ইসলামসহ কয়েকজন হাফেজ কোরআন তেলাওয়াত করেন।

সর্বশেষ খবর