রবিবার, ৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
সেবার টাকা আত্মসাৎ

ঢামেকের তিনজনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) সেবা সার্ভিসের অর্থ আত্মসাতের অভিযোগে এক কর্মকর্তা ও দুই কর্মচারীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সংশ্লিষ্টরা বলছেন, হাসপাতালের তিন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে টিকিট ও ফরম বিক্রি, ইউজার ফি, কমিশন ফি, ক্যান্টিন ভাড়া, ইউডিসিএল থেকে ওষুধ না কিনে কোম্পানির কাছ থেকে ওষুধ কিনে এবং খাদ্যের অতিরিক্ত বিল উত্তোলন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এই তিনজন হলেন হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আরিফুর রহমান, ক্যাশিয়ার মো. আলমগীর হোসেন এবং জরুরি বিভাগের সাবেক ইনচার্জ মো. আজিজুল হক। এর বাইরে আরও কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধেও এ অভিযোগ রয়েছে। এসব অভিযোগ খতিয়ে দেখতেই অনুসন্ধানে নেমেছে দুদক।

সর্বশেষ খবর