মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বিধিমালা না থাকায় ২৮ হাজার কর্মীর হতাশায় দিন কাটছে

পরিবার পরিকল্পনা অধিদফতর

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

৫৭ বছরেও পরিবার পরিকল্পনা অধিদফতরের কর্মচারীদের নিয়োগ ও পদোন্নতির কোনো বিধিমালা তৈরি হয়নি। এতে এই অধিদফতরের অধীনে মাঠপর্যায়ে কর্মরত পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) ও পরিবার কল্যাণ সহকারীদের (এফডব্লিউএ) সারা জীবন একই পদে থেকে অবসরে যেতে হচ্ছে। এতে সারা দেশে মাঠপর্যায়ে কর্মরত প্রায় ২৮ হাজার কর্মীর দিন কাটছে হতাশায়।

২০১২ সালে পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) পদে যোগদান করেন জহির আহমেদ। কুমিল্লার মনোহরগঞ্জের হাসনাবাদ ইউনিয়নে জহিরের দায়িত্ব হলেও পাশের বাইশগাঁও ইউনিয়নের কাজও করছেন তিনি। কাজের প্রতি মনোযোগী হওয়ায় এলাকায় বেশ সুনাম রয়েছে তার। কিন্তু অবসরে যাওয়া একই উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের এফপিআই মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের কথা মনে পড়লে কিছুটা হতাশ হন জহির। কারণ রফিকুল ইসলামকে ১৯৭৬-২০১৫ সাল পর্যন্ত একই পদে থেকে অবসরে যেতে হয়েছে।

বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি কুমিল্লা জেলার সাংগঠনিক সম্পাদক জহির আহমেদ জানান, সারা দেশে আমাদের প্রায় ২৮ হাজার এফপিআই-এফডব্লিউএ রয়েছেন।

সর্বশেষ খবর