মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বণ্টনে সমতা আনতে শুরু হচ্ছে ‘ন্যাশনাল হাউজহোল্ড’ জরিপ

চলবে ১৪ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

সরকারের দারিদ্র্য বিমোচন কর্মসূচিতে সমতা আনা, সুষম বণ্টন নিশ্চিত ও বৈষম্য দূর করতে শুরু হচ্ছে জরিপ কাজ। ‘ন্যাশনাল হাউসহোল্ড ডাটাবেজ’ প্রকল্পের অধীনে চট্টগ্রাম বিভাগে আগামী ১৪ জানুয়ারি থেকে এ জরিপ শুরু হবে। চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত।  পরিসংখ্যান ব্যুরো চট্টগ্রাম অফিস সূত্র জানায়, সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে পরিসংখ্যান ব্যুরো ‘ন্যাশনাল হাউসহোল্ড ডাটাবেজ’ (এনএইচডি) প্রকল্পের মাধ্যমে পরিবারের আর্থ-সামাজিক ও জনমিত্তিক তথ্য সংবলিত একটি ডাটাবেজ প্রস্তুতের উদ্যোগ গ্রহণ করে। প্রকল্পের অধীনে আজ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সুপারভাইজারদের প্রশিক্ষণ দেওয়া হবে। ১৪ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে গণনা কাজ। জরিপ কাজে নিয়োগ দেওয়া হয়েছে এক হাজার ৪৯০ জন সুপারভাইজার, আট হাজার ১১৮ জন গণনাকারী, ১০ জন জেলা সমন্বয়কারী এবং ৩১১ জন জেনাল অফিসার। পরিসংখ্যান ব্যুরো চট্টগ্রাম জেলার উপ-পরিচালক মোহাম্মদ ওয়াহিদুর রহমান বলেন, “সরকার দেশের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রায় ১৪৫টি সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে। কিন্তু ২০১০ সালে বিবিএস পরিচালিত এক জরিপের ফলাফলে দেখা যায়, একদিকে একই ব্যক্তি একাধিক কর্মসূচির সুবিধা ভোগ করছে, অন্যদিকে অনেক দরিদ্র, যোগ্য পরিবার কোনো কর্মসূচিতেই অন্তর্ভুক্ত হতে পারছে না।

সর্বশেষ খবর