শিরোনাম
মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ভারতীয় কোস্টগার্ডের দুই জাহাজ চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ভারতীয় কোস্টগার্ডের দুই জাহাজ চট্টগ্রামে

পাঁচ দিনের শুভেচ্ছা সফরে গতকাল চট্টগ্রাম বন্দরে আসে ভারতীয় কোস্টগার্ডের জাহাজ আইসিজিএস সৌনক ও রাজশ্রী —বাংলাদেশ প্রতিদিন

ভারতীয় কোস্টগার্ডের ‘আইসিজিএস  সৌনক’ ও ‘রাজশ্রী’ নামে দুটি জাহাজ পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রামে এসেছে। গতকাল দুপুরে জাহাজ দুটি চট্টগ্রাম বন্দর জেটিতে ভিড়ে। জাহাজ দুটি জেটিতে পৌঁছলে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম ওয়াসিম মকসুদ ও সিজিএস তাজউদ্দিনের অধিনায়ক ক্যাপ্টেন এম নাজমুল হাসান অভ্যর্থনা জানান। এ সময় উপস্থিত ছিলেন পূর্ব জোনের অধীনস্থ সিজি বেইস চট্টগ্রামের অধিনায়ক কমান্ডার এস এম মঈন উদ্দিন। কোস্টগার্ডের একটি সুসজ্জিত বাদক দল তাদের অভ্যর্থনা জানায়।

আইসিজিএস সৌনক ও রাজশ্রীর অধিনায়কসহ জাহাজ দুটিতে মোট ১৭ জন অফিসার, ১৪০ জন নাবিক ও ১০ জন প্রশিক্ষণার্থী অফিসার আছেন। জাহাজ দু’টির সফর বাংলাদেশ ও ভারতীয় কোস্টগার্ড তথা দু’দেশের সার্বিক পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশা করা হয়েছে।

সর্বশেষ খবর