শিরোনাম
মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

৮টি দিবস পালন বাধ্যতামূলক করার রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক

স্বাধীনতা, বিজয়, জাতীয় শোকসহ আটটি ঐতিহাসিক দিবসকে সব রাজনৈতিক দল ও নাগরিকের পালন বাধ্যতামূলক করতে নির্দেশনা চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করেছে হাই কোর্ট। গতকাল বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। রিটের পক্ষে আইনজীবী মোজাম্মেল হক শুনানি করেন। ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস, বঙ্গবন্ধুর সাত মার্চের ভাষণ, ২৬ মার্চ স্বাধীনতা দিবস, ১৭ এপ্রিল মুজিবনগর দিবস, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ৩ নভেম্বর জেলহত্যা দিবস, ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে সব রাজনৈতিক দলের গঠনতন্ত্রে অন্তর্ভুক্ত করা, সব রাজনৈতিক দল থেকে যথাযোগ্য মর্যাদায় এ দিবসগুলো বাধ্যতামূলকভাবে পালনের নির্দেশনা চেয়ে এ রিট করা হয়। আর এ বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আগামী জাতীয় নির্বাচন স্থগিত ও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে বহাল রাখার নির্দেশনা চাওয়া হয়।

সর্বশেষ খবর