মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

প্রস্তুতি শেষ, শুক্রবার শুরু বিশ্ব ইজতেমা

প্রথমপর্ব

খায়রুল ইসলাম, গাজীপুর

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে আগামী শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার ৫৩তম আসরের প্রথম পর্ব। বিশ্ব ইজতেমার প্রায় সব প্রস্তুতি শেষ হয়েছে। সাজানো হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা পরিকল্পনা। বিশ্ব ইজতেমার আয়োজক সূত্রে জানা গেছে, বিশ্ব ইজতেমার সার্বিক প্রস্তুতির প্রায় ৯০ শতাংশ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এবার প্রথম পর্বে দেশের ১৪ জেলার মুসল্লিরা ২৮টি খিত্তায় অংশ নিবেন। জেলাগুলো হচ্ছে—ঢাকা, পঞ্চগড়, নীলফামারী, শেরপুর, নারায়ণগঞ্জ, গাইবান্ধা, নাটোর, মাদারীপুর, নড়াইল, লক্ষ্মীপুর, ঝালকাঠি, ভোলা, মাগুরা ও পটুয়াখালী। আয়োজক কমিটির শীর্ষ মুরব্বি ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন বলেন, ঢাকা বিভাগের মুসল্লিদের খিত্তার কাজটুকু কেবল বাকি রয়েছে। সেসব কাজ সংশ্লিষ্ট খিত্তার মুসল্লিরাই করে থাকেন এবং আগামী ১১ জানুয়ারির মধ্যেই তা শেষ হবে। ইজতেমায় আইনশৃঙ্খলা রক্ষার ব্যাপারে গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ইজতেমা উপলক্ষে প্রথম পর্বে প্রায় সাড়ে ৬ হাজার পুলিশ সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন থাকবে। পুরো ময়দানে ৮টি স্তরে নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে পোশাকে ও সাদা পোশাকে দায়িত্ব পালন করবে তারা। ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরা, চেকপোস্ট, মেটাল ডিটেক্টর, নৌ টহল ও ভিডিও ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে।

সর্বশেষ খবর