শুক্রবার, ১২ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

অনশনে অনড় ইবতেদায়ি শিক্ষকরা

১০ দিনে অসুস্থ ৭৪ জন

নিজস্ব প্রতিবেদক

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের আন্দোলন চলছেই। ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী রুহুল আমিন চৌধুরী জানান, গতকাল পর্যন্ত তিনদিনের অনশনে মোট ৭৪ জন শিক্ষক অসুস্থ হয়েছেন। গত ১ জানুয়ারি থেকে অবস্থান ধর্মঘট কর্মসূচির পর গত ৯ জানুয়ারি থেকে আমরণ অনশন পালন করছেন এই শিক্ষকরা। এদিকে জাতীয়করণের দাবিতে আগামী রবিবার থেকে আমরণ অনশনে নামার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের ব্যানারে পাঁচটি শিক্ষক সংগঠন এ আন্দোলনে রয়েছে। গত বুধবার থেকে তারা অবস্থান ধর্মঘট করছেন।

গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে দেখা গেছে, কনকনে শীতেও আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষকরা। অবস্থান কর্মসূচি ও অনশনে অনেক শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এ অনশন কর্মসূচি থেকে সরে আসবেন না বলে জানান।

সর্বশেষ খবর