শুক্রবার, ১২ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

পাবলিক পরীক্ষায় অনিয়ম সহ্য করব না : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, পাবলিক পরীক্ষা চলাকালীন কোনো অনিয়ম সহ্য করা হবে না। অভিযোগ পেলেই তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। গতকাল রাজধানীর মালিবাগে আবুজর গিফারী কলেজের সুবর্ণজয়ন্তী উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের নিবেদিতপ্রাণ হয়ে কাজ করতে হবে। শিক্ষার অগ্রগতিতে সরকারের নানা পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, কলেজসমূহের উন্নয়নের জন্য বিশ্বব্যাংকের অর্থায়নে ‘কলেজ উন্নয়ন প্রকল্প’ গ্রহণ করা হয়েছে। কলেজের গভর্নিং বডির সভাপতি ড. ইসরাফিল শাহীনের সভাপতিত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন-অর-রশিদ, কলেজ গভর্নিং বডির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোলাম আশরাফ তালুকদার, কলেজের অধ্যক্ষ শিরিন আখতার বানু প্রমুখ বক্তব্য দেন।

সর্বশেষ খবর