শুক্রবার, ১২ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
মানবতাবিরোধী অপরাধের বিচার

আর পি সাহা হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

নিজস্ব প্রতিবেদক

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় টাঙ্গাইলের মির্জাপুরের মাহবুবুর রহমানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। এ মামলায় মাহবুবের বিরুদ্ধে একাত্তরে সমাজসেবী ও দানবীর রণদা প্রসাদ সাহা ও তার ছেলেসহ সাতজনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর রানা দাশগুপ্ত আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন। ২ নভেম্বর এ মামলায় মাহবুবুর রহমানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

ওইদিন সংবাদ সম্মেলনে তদন্ত সংস্থার পক্ষে জানানো হয়, আসামি মাহবুবুর রহমান ১৯৭১ সালের ৭ মে মধ্যরাতে নারায়ণগঞ্জের স্থানীয় রাজাকারদের সহায়তায় পাকিস্তানি হানাদার বাহিনীর ২০-২৫ জন সদস্যকে নিয়ে রণদা প্রসাদ সাহার বাসায় অভিযান চালান। তারা রণদা প্রসাদ সাহা, তার ছেলে ভবানী প্রসাদ সাহা, রণদা প্রসাদের ঘনিষ্ঠ সহচর গৌর গোপাল সাহা, রাখাল মতলব ও রণদা প্রসাদ সাহার দারোয়ানসহ সাতজনকে তুলে নিয়ে হত্যা করে লাশ শীতলক্ষ্যায় ফেলে দেন। তাদের লাশ আর পাওয়া যায়নি।

সর্বশেষ খবর