শুক্রবার, ১২ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

আরইবির চেয়ারম্যান থাকছেন মেজর জেনারেল মঈন উদ্দিন (অব.)

আরইবির চেয়ারম্যান থাকছেন মেজর জেনারেল মঈন উদ্দিন (অব.)

মেজর জেনারেল মঈন উদ্দিন (অব.) তিন বছরের জন্য বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ লাভ করেছেন। ৩১ ডিসেম্বর আরইবির চেয়ারম্যান হিসেবে তিনি স্বাভাবিক অবসরে যান। মেজর জেনারেল মঈন উদ্দিন (অব.) ১৯৬১ সালের ২ জানুয়ারি ফেনীর দাগনভূঁঞা উপজেলার খুশিপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ঊঊঊ) বিভাগে ১৯৮৪ সালে বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি লাভ করে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন এবং একই বছরের ২০ ডিসেম্বর লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন। তিনি ২০১১ সালের ২৪ অক্টোবর আরইবির চেয়ারম্যান হিসেবে যোগদান করেন।

সর্বশেষ খবর