শুক্রবার, ১২ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
সংসদে প্রতিমন্ত্রী

পিডিবির লোকসান ৪ হাজার ৬৮৫ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ১০১৬-১৭ অর্থবছরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) ৩ হাজার ৯৯৪ কোটি টাকা বাজেটারি সাপোর্ট দেওয়া হয়েছে। ট্যারিফ ঘাটতির জন্য ২০১৬-১৭ অর্থবছরে পিডিবির ৪ হাজার ৬৮৫ কোটি টাকা লোকসান হয়েছে।

জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনে গতকালের বৈঠকে সরকারি দলের সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের (মাদারীপুর-৩) এক প্রশ্নের জবাবে   তিনি এসব তথ্য জানান। তিনি আরও জনান, ২০১৬-১৭ অর্থবছরে সরকারি-বেসরকারি উভয় খাতে প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন ব্যয় হয়েছে ৫ টাকা ৭০ পয়সা। কিন্তু গড় বাল্ক বিক্রয় মূল্য ৪ টাকা ৮৪ পয়সা।

সর্বশেষ খবর