শিরোনাম
রবিবার, ১৪ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

দেশের সর্বত্র অশান্তি বিরাজ করছে : পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, দেশময় সর্বত্র অশান্তি বিরাজ করছে। খুন, গুম ও আতঙ্ক চলছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে জনজীবন চরম বিপর্যস্ত। সর্বত্র অস্তিরতা বিরাজ করছে। এ অস্তিরতা থেকে শান্তি পেতে হলে সবাইকে ইসলামে ফিরে আসতে হবে। গতকাল ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে শহরের টিডিএস ময়দানে অনুষ্ঠিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা সভাপতি মুফতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা এ টি এম হেমায়েত উদ্দিন ও মাওলানা গাজী আতাউর রহমান, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সহসভাপতি মাওলানা মুহাম্মদ মাহবুবুর রহমান, গোলাম সারওয়ার, মুহা. ওয়াহিদুজ্জামান, বরগুনা জেলা সভাপতি মাওলানা অলিউল্লাহ প্রমুখ। মহাসমাবেশে পীর চরমোনাই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে পুটয়াখালী-১ মুফতি আলতাফুর রহমান, পটুয়াখালী-২ মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম ও পটুয়াখালী-৩ ডা. কামাল হোসেন খানের নাম ঘোষণা করে সবাইকে পরিচয় করিয়ে দেন। তিনি বলেন, জাতির মুক্তির জন্য ইসলামী হুকুমতের বিকল্প নেই। জনগণকে ইসলামী হুকুমতের জন্য তৈরি হতে হবে। দেশে দুর্নীতি মহামারী আকার ধারণ করছে। দুর্নীতিবাজদের কবল হতে দেশ ও জাতি রক্ষা করতে হলে ইসলামী আন্দোলনকে ক্ষমতায় নিতে হবে। আগামী নির্বাচনে হাতপাখার পক্ষে ভোট বিপ্লব ঘটাতে হবে। পীর সাহেব বলেন, নোংরা রাজনীতি ও লেজুরবৃত্তি পরিহার করে ইসলাম প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

সর্বশেষ খবর