শিরোনাম
রবিবার, ১৪ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ইবতেদায়ি শিক্ষক অনশনে অসুস্থ ১৩৩ জন

নিজস্ব প্রতিবেদক

ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা তাদের চাকরি জাতীয়করণের দাবিতে টানা ১৩ দিন আন্দোলন-সংগ্রাম করছেন। কিন্তু তাদের দাবির পক্ষে সরকারপক্ষের কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি। আট দিন অবস্থান ধর্মঘটের পর গত ৯ জানুয়ারি থেকে আমরণ অনশন করছেন এ শিক্ষকরা। জাতীয় প্রেস ক্লাবের সামনের ফুটপাথে শিক্ষকদের এই কর্মসূচি চলছে। গতকাল পর্যন্ত পাঁচ দিনের অনশনে মোট ১৩৩ জন শিক্ষক অসুস্থ হয়েছেন। গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন সাতজন শিক্ষক। ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী রুহুল আমিন চৌধুরী গতকাল সন্ধ্যায় এসব তথ্য জানান। এদিকে জাতীয়করণের দাবিতে আমরণ অনশনে নামার ঘোষণা দিলেও সে কর্মসূচি থেকে সরে এসেছেন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।

সর্বশেষ খবর