মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

দর্শনার্থীদের সমাগমে জমজমাট

শেকৃবি প্রতিনিধি

দর্শনার্থীদের সমাগমে জমজমাট

সবজি মেলা

বইমেলা, বাণিজ্যমেলা কিংবা বারোয়ারি বৈশাখী মেলার সঙ্গে আমরা পরিচিত থাকলেও সবজি মেলার সঙ্গে পরিচিত আমরা কয়জন? দেশি-বিদেশি বিচিত্র সবজির পসরা সাজিয়ে খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) চত্বরে চলছে এরকমই ব্যতিক্রমী সবজি মেলা। ‘সারা বছর সবজি চাষে, পুষ্টি-স্বাস্থ্য-অর্থ আসে’ স্লোগানকে সামনে রেখে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী এ মেলার শেষ দিন আজ। এ মেলায় দেশের সরকারি, বেসরকারি ও এনজিও মিলে ৮০টি স্টল ও চারটি প্যাভিলিয়ন অংশ নিয়েছে। গতকাল সরেজমিন ঘুরে দেখা যায়, মেলার প্রবেশমুখেই প্লাইউডে তৈরি পিরামিডে বসানো হয়েছে মৌসুমি বিভিন্ন সবজি। দূর থেকে দেখলে মনে হয় ঠিক যেন সবজির পিরামিড। কি নেই সেখানে। গাজর, টমেটো, শিম, আলু, বেগুন, কপি সেই সঙ্গে সচরাচর কম পরিচিত সবজি যেমন-ব্রোকলি, পার্সলে, ক্যাপসিকাম, শতমূলী, স্কোয়াশসহ ১০৪ ধরনের সবজি। সেই সঙ্গে কিছু স্টলে সবজি বিক্রিরও ব্যবস্থা রয়েছে। সবজির দাম চলতি বাজারমূল্যের চেয়ে কিছু বেশি হলেও জৈব পদ্ধতিতে উৎপাদিত এসব কেমিক্যালমুক্ত সবজি ক্রয়ে দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ দেখা গেছে। সেই সঙ্গে নিজ বাড়িতে স্বল্প পরিসরে ছাদ কিংবা বারান্দায় কীভাবে জৈব উপায়ে সবজি উৎপাদন করা যায় সেই বিষয়ে দর্শনার্থীদের আগ্রহ ছিল ব্যাপক।

 

সর্বশেষ খবর