মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

জ্বালানি তেলের তিন ডিপো অচল, সরবরাহ বন্ধ

খুলনায় তিন দফা দাবিতে ট্যাংকলরি শ্রমিক কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতির মুখে খুলনার তিনটি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রয়েছে। ফলে খুলনা বিভাগসহ ১৬ জেলায় গতকাল তেল সরবরাহ হয়নি। তিন দফা দাবিতে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ডাকে গতকাল সকাল থেকে এ কর্মবিরতি শুরু হয়েছে। শ্রমিকদের দাবি হলো— খুলনায় সড়কপথে পুলিশের হয়রানি বন্ধ, ট্যাংকলরিতে বাম্পার ব্যবহারের সুস্পষ্ট নীতিমালা ও আঞ্চলিক সড়ক-মহাসড়ক সংস্কার করতে হবে। এ সব দাবিতে গতকাল দুপুরে বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ নুরুল ইসলাম। নেতারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। নেতারা আরও জানান, গত রবিবার বিকালে খুলনার গোয়ালখালিতে ফরিদপুর থেকে আসা একটি ট্যাংকলরি আটক করে অন্যায়ভাবে মামলা দেয় ট্রাফিক পুলিশ। এতে আপত্তি জানালে জোরপূর্বক ট্যাংকলরিটি খালিশপুর থানায় নিয়ে আটক রাখা হয়। এ ঘটনা জানাজানির পর শ্রমিকরা কর্মবিরতি শুরু করেছেন।

সর্বশেষ খবর