মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
এমসি কলেজ ছাত্রাবাসে আগুন

ছাত্রলীগের ১০ নেতা কর্মীর জামিন বহাল

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানোর মামলায় ছাত্রলীগের ১০ নেতা-কর্মীর জামিন বহাল রেখেছে আদালত। গতকাল দুপুরে সিলেট মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো তাদের জামিন বহাল রাখেন। আদালতের পিপি মাহফুজুর রহমান জানান, ১০ ছাত্রলীগ নেতা-কর্মী ৪ ডিসেম্বর উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন। গতকাল তাদের জামিনের মেয়াদ শেষ হলে তারা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। পরে আদালত তাদের জামিন প্রদান করে। জামিনপ্রাপ্তদের মধ্যে রয়েছেন— সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমানে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পংকজ পুরকায়স্থ, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমানে ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন প্রমুখ।

প্রসঙ্গত, ২০১২ সালের ৮ জুলাই ছাত্রলীগ-শিবির সংঘর্ষের সময় এমসি কলেজ ছাত্রাবাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে ছাত্রাবাসের তিনটি ব্লকের ৪২টি কক্ষ পুড়ে যায়, ক্ষতিগ্রস্ত হয় আরও ৭০টি কক্ষ। এ ঘটনার মামলায় নভেম্বরে ২৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত। মামলায় ২৯ আসামির মধ্যে ১৯ জন ছাত্রশিবিরের নেতা-কর্মী। এরা পলাতক রয়েছেন।

সর্বশেষ খবর