মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

পানির ট্যাংক বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ

নিজস্ব প্রতিবেদক

নবনির্মিত পানির ট্যাংক বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। গতকাল রাজধানীর বনানীতে ট্যাংকটি পরিষ্কারের সময় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন— আলামিন (৩০) ও জসিম উদ্দিন (২৮)। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ঢামেক সূত্র জানায়, গতকাল দুপুর আড়াইটায় বনানীর এ ব্লকের ২৩ নম্বর রোডের ৮৮ নম্বর বাড়িতে নবনির্মিত পানির ট্যাংক পরিষ্কারের জন্য যান ওই দুই শ্রমিক। এ সময় তারা ট্যাংকের ভিতরের সেন্টারিংয়ের কাঠ খোলার জন্য নিচে নামলে হঠাৎ বিস্ফোরণ ঘটে।

 ধারণা করা হচ্ছে, পানির ট্যাংকে জমে থাকা গ্যাস থেকে এ বিস্ফোরণ হয়।

বার্ন ইউনিটের চিকিৎসক ডা. সাইফুল ইসলাম জানান, বিস্ফোরণে দগ্ধ দুজনের অবস্থাই আশঙ্কাজনক। আলামিনের ৯০ এবং জসিমের শরীরের ৯৮ শতাংশ পুড়ে গেছে।

জানা গেছে, আলামিন চাঁপাইনবাবগঞ্জ সদরের রানীনগর গ্রামের মোরশেদ আহমেদের ছেলে। আর জসিম উদ্দিন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পোহাপুর গ্রামের মঞ্জুর হোসেনের ছেলে।

সর্বশেষ খবর