শনিবার, ২০ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বই পড়ে পুরস্কার পেল ৬ হাজার ৩৯২ জন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগরীতে বিশ্বসাহিত্য কেন্দ্র আয়োজিত ও গ্রামীণফোনের সহযোগিতায় এবারের বই পড়া কর্মসূচিতে ৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬ হাজার ৩৯২ জন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হচ্ছে। দুই দিনব্যাপী পুরস্কার বিতরণ কর্মসূচি তিনটি পর্বে ভাগ করা হয়েছে। গতকাল সকালে প্রথম পর্বের পুরস্কার বিতরণী উৎসবে ৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই হাজার ৫৮ জন শিক্ষার্থী, দ্বিতীয় পর্বে ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই হাজার ২৫৫ জন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়। আজ বিকাল ৩টায় ২৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই হাজার ৭৯ জন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হবে। গতকাল সকালে নগরের মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিশ্বসাহিত্য কেন্দ্র পরিচালিত দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের আওতায় চট্টগ্রাম মহানগরীর স্কুল পর্যায়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর