শনিবার, ২০ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

এমপিওর দাবিতে ধর্মঘট করে লাভ নেই : আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, স্কুল-কলেজের এমপিওর দাবি যারা করছেন তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেছেন এ নিয়ে একটি সুচিন্তিত নীতিমালা তৈরি করা হচ্ছে। সেই নীতিমালার মধ্যে যেসব স্কুল-কলেজ পড়বে সেসব প্রতিষ্ঠানকে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করা হবে। বাকিগুলোকে পরবর্তীতে এমপিওভুক্ত করা হবে বলে জানিয়ে তিনি বলেন, এ নিয়ে অনশন-ধর্মঘট করে কোনো লাভ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পরে আর কোনো আন্দোলনের প্রয়োজন হয় না। গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার অষ্টজঙ্গল গ্রামের শেরেবাংলা উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় স্থানীয় বায়েক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুল হক মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন, বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আল-মামুন ভূঁইয়া।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর