শনিবার, ২০ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

চারুকলায় খেজুরের রসমেলা

সাংস্কৃতিক প্রতিবেদক

চারুকলায় খেজুরের রসমেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় গতকাল জমেছিল খেজুরের রসমেলা। মেলায় ছিল উৎসবের আমেজ। সাংস্কৃতিক সংগঠন ‘রঙ্গে ভরা বঙ্গে’র আয়োজনে সকাল ৮টায় বকুলতলায় বসে এ রসমেলা। এতে প্রধান অতিথি ছিলেন পাবলিক সার্ভিস কমিশনের সচিব আক্তারী মমতাজ। শিক্ষাবিদ অধ্যাপক হায়াৎ মামুদ এতে সভাপতিত্ব করেন। আলোকচিত্র প্রদর্শনী : বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্য চা। চা শিল্পের শ্রমিকদের জীবন চিত্র ক্যামেরায় বন্দী করেছেন আলোকচিত্রী ফায়হাম ইবনে শরীফ। এদের জীবনকে উপজীব্য করে তোলা ৪৮টি আলোকচিত্র নিয়ে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে গতকাল শুরু হয়েছে ‘চা-চক্র’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। থিয়েটার স্কুল : সেমিনার, আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি আয়োজনে প্রতিষ্ঠার ২৭ বছর উদ্যাপন করেছে অভিনয়   শেখার প্রতিষ্ঠান আবদুল্লাহ আল মামুন থিয়েটার স্কুল। গতকাল শিল্পকলা একাডেমিতে দিনভর অনুষ্ঠিত হয় ‘আলোকশিখা জ্বলুক প্রাণে’ শিরোনামের প্রতিষ্ঠাবার্ষিকীর এ বর্ণাঢ্য আয়োজন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর