শনিবার, ২০ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

আসছে পাটপাতার পানীয়

জামালপুর প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পাটের পাতা থেকে পানীয় উৎপাদন করে বাজারজাত করার জন্য কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম গতকাল বিকালে উপজেলার ঝালুপাড়া এলাকায় এ কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রতিমন্ত্রী বলেন, ‘শিগগির চা শিল্পে যোগ হচ্ছে পাটের পাতার চা। এতে পাটশিল্প সমৃদ্ধ হবে। পাটের সোনালি দিন ফিরিয়ে আনতে পাটকে নানাভাবে ব্যবহারের চেষ্টা চলছে। নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আসছে নতুন উদ্ভাবিত এই সবুজ চা।’ সরিষাবাড়ীতে এক কোটি ১৬ লাখ টাকায় এই কারখানার নির্মাণকাজ চলছে বলে পাট করপোরেশনের পাটপাতার পানীয় প্রকল্পের উদ্ভাবক ও উপদেষ্টা ইসমাইল খান জানিয়েছেন। তিনি বলেন, ‘পাটপাতার চা শুধু বাংলাদেশেই নয়, দেশের বাইরেও রপ্তানি হবে।’

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর