সোমবার, ২২ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
ভালো নেই চট্টগ্রাম মেডিকেল

হৃদরোগ বিভাগে শয্যা ৬০ রোগী তিন শতাধিক

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

হৃদরোগ বিভাগে শয্যা ৬০ রোগী তিন শতাধিক

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের শয্যা সংখ্যা ৬০টি। কিন্তু এ ওয়ার্ডে প্রতিনিয়তই রোগী ভর্তি থাকে ৩০০ থেকে ৩৩০ জন। হৃদরোগের মতো জটিল রোগের চিকিৎসাও করাতে হয় ফ্লোরে বা মেঝেতে। এরসঙ্গে আছে জনবল সংকট। প্রতিষ্ঠার পর থেকেই নেই কোনো অধ্যাপকের পদ। ফলে রোগীরা বঞ্চিত হচ্ছেন প্রয়োজনীয় সেবা থেকে। হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালে হৃদরোগ ওয়ার্ডটি ৬০ শয্যায় উন্নীত হয়। কিন্তু গত প্রায় দুই দশকে চট্টগ্রাম অঞ্চলে হৃদরোগীর সংখ্যা আশঙ্কাজনকহারে বাড়লেও বাড়েনি শয্যা। যোগ হয়নি কোনো চিকিৎসা উপকরণ। হৃদরোগ নির্ণয়ের অন্যতম যন্ত্র ইটিটি মেশিনটিও দীর্ঘদিন ধরে পড়ে আছে অকেজ অবস্থায়। এত বড় হাসপাতালে ইসিজি ও ইকোকার্ডিওগ্রাফি মেশিনও আছে একটি করে। হৃদযন্ত্রের ব্লক শনাক্তকরণের এনজিওগ্রাম মেশিনও মাত্র একটি (দৈনিক পাঁচজনের এনজিওগ্রাম করা যায়)। এ অবস্থায় হৃদরোগীর জন্য দরকার নতুন একটি এনজিওগ্রাম মেশিন অথবা সি-আর্ম মেশিন, একটি ইটিটি মেশিন, সিসিইউর জন্য ইকোকার্ডিওগ্রাফি মেশিন।

হৃদরোগ বিভাগের প্রধান ডা. প্রবীর কুমার দাশ বলেন, ‘এ বিভাগে অন্তহীন সমস্যা। বিশেষ করে জনবল, উপকরণ এবং শয্যার সংকট প্রকট। এসব সমস্যা পরিচালককে জানানো হয়েছে।

সর্বশেষ খবর