সোমবার, ২২ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বসুন্ধরা গ্রুপের শীতবস্ত্র বিতরণ অব্যাহত

মানিকগঞ্জ প্রতিনিধি

বসুন্ধরা গ্রুপের শীতবস্ত্র বিতরণ অব্যাহত

মানিকগঞ্জে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন বসুন্ধরা গ্রুপের প্রধান উপদেষ্টা মাহবুব মোর্শেদ হাসান রুনু —বাংলাদেশ প্রতিদিন

মানিকগঞ্জে বসুন্ধরা গ্রুপের উদ্যোগে দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। গতকাল এ বিতরণ অনুষ্ঠান হয়েছে দৌলতপুর প্রমোদা সুন্দরী মডেল উচ্চবিদ্যালয় মাঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী, দানবীর মাহবুব মোর্শেদ হাসান রুনু। তিনি তাঁর বক্তব্যে বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ব্যবসায়ী হলেও সব সময় মানুষের কল্যাণের কথা ভাবেন। দরিদ্র মানুষের পাশে থেকে সর্বদাই সাহায্য সহযোগিতা করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সারা দিয়ে বসুন্ধরা গ্রুপকে দেশব্যাপী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণে নিয়োজিত করেছেন। তিনি আরও বলেন, এবার বন্যায় ক্ষতিগ্রস্ত মানিকগঞ্জের দুর্গম চরাঞ্চলে বসুন্ধরা গ্রুপ ত্রাণসামগী পৌঁছে দিয়েছে। এখন শীতবস্ত্র বিতরণ হচ্ছে এবং এ বিতরণ কার্যক্রমসহ অন্যান্য সাহায্য সহযোগিতা প্রদান আমাদের চলমান প্রক্রিয়া। এদিন শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মমিন উদ্দিন খান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী এনায়েত হোসেন টিপু, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু ও আমিরুল ইসলাম মুট্টু, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস। কলিয়া, ধামশ্বর ও চকমিরপুর ইউনিয়নের ১ হাজার ৪০০ ব্যক্তিকে গতকাল শীতবস্ত্র দেওয়া হয়। কুড়িগ্রামে কম্বল বিতরণ : কুড়িগ্রাম প্রতিনিধি জানিয়েছেন, গতকাল কুড়িগ্রামে জেলার ব্রহ্মপুত্র পাড়ের চিলমারীর রানীগঞ্জ ও উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের ৬০০ শীতার্ত মানুষের মাঝে ইস্ট ওয়েস্ট মিডিয়ার পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। এর মধ্যে অনন্তপুর আরডিআরএস ফেডারেশনে ৩০০ ও রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্বরে ৩০০ কম্বল বিতরণ করা হয়। কম্বল হাতে পেয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ব্রহ্মপুত্র পাড়ের হাতিয়া মেলা গ্রামের ৮০ বছরের বৃদ্ধা সুরুতজান বলেন, ‘যে জার পড়ছে, তোমার কম্বলটা পায়া মোর খুব উপকার হইল বাহে। যে কয়দিন বাঁচি আছি, কম্বলটা গায়োত দিম।’ উল্লেখ্য, সুরতজানের স্বামী ১৯৭১-এ হাতিয়া গণহত্যায় শহীদ হন। সেই থেকে বাঁধের ধারে অতি কষ্টে তার দিন কাটছিল। তার মতো একই গ্রামের খুকি বেগম, অনন্তপুর গ্রামের হাছেন আলী ও জয়নালসহ অনেক অশীতিপর বৃদ্ধ-বৃদ্ধা তীব্র শীতে কম্বল পেয়ে প্রায় অভিন্ন অনুভূতি ব্যক্ত করেন। শীত নিবারণের জন্য একটি করে কম্বল পেয়ে খুশি সবাই। ৮৫ বছরের হাছেন আলী বলেন, ‘এবার যে ঠাণ্ডা পড়ছে, জীবনে কোনোদিন এদোন ঠাণ্ডা দেখি নাই। আল্লা যে বাঁচে রাখছে সেটা বিরাট ব্যাপার। তোমার কম্বল পায়া হামার খুব উপকার হইল। হামরা মন ভরে তোমার জন্য দোয়া করমো।’ নীলফামারী : নীলফামারী প্রতিনিধি জানান, গতকাল দেশের বৃহৎ শিল্প গ্রুপ বসুন্ধরার অঙ্গ-প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পক্ষ থেকে নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর চাপানী বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে ২০০ শীতার্ত মানুষের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নীলফামারী জেলার কালের কণ্ঠ শুভসংঘের সভাপতি অধ্যক্ষ আনোয়ার হোসেন, ঝুনাগাছ চাপানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক, চাপানী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস্কেন্দার মির্জা, সহকারী শিক্ষক বিলকিস জাহান, জ্যোতিষ চন্দ্র রায়, নিলুফা ইয়াছমিন, কালের কণ্ঠের নীলফামারী প্রতিনিধি ভূবন রায় নিখিল, বাংলাদেশ প্রতিদিনের নীলফামারী জেলা প্রতিনিধি আবদুল বারী ও কালের কণ্ঠের জলঢাকা প্রতিনিধি আসাদুজ্জামান স্টালিন। কম্বল বিতরণ অনুষ্ঠানে সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার বলেন, ‘দেশ ও জনগণের কল্যাণে কাজ করছে বসুন্ধরা গ্রুপ। অঙ্গ-প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের মাধ্যমে ডিমলার শীতার্ত মানুষের কাছে কম্বল পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানসহ সবাইকে।’

সর্বশেষ খবর