সোমবার, ২২ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

প্রাথমিক শিক্ষকরা জাতীয়করণ দাবিতে এবার আন্দোলনে

জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়করণের দাবিতে এবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনে নেমেছেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। গতকাল থেকে তারা প্রেস ক্লাবের সামনের ফুটপাথে অবস্থান করছেন। আজ তারা প্রতীকী অনশন পালন করবেন। দাবি আদায়ে আজ তারা পুনরায় নতুন কর্মসূচির ঘোষণা দেবেন। প্রায় তিন শতাধিক বেসরকারি প্রাথমিক শিক্ষক অবস্থানে অংশ নিয়েছেন। বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে তাদের এ আন্দোলন চলছে।

সমিতির সভাপতি মামুনুর রশিদ খোকন বলেন, ধাপে ধাপে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো সরকারি করা হয়েছে। ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি স্কুল জাতীয়করণের ঘোষণা দেওয়া হয়। এ সময় বাছাই কমিটি প্রায় ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বাইরে রাখে। পরে আর এগুলো সরকারি করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তারা সরকারের কাছ থেকে কোনো বেতন-ভাতা পাচ্ছেন না। খোকন বলেন, জাতীয়করণের যোগ্য বিদ্যালয়গুলো সরকারি ঘোষণা দিতে হবে। নইলে আমাদের টানা কর্মসূচি চলবে।

শিক্ষকরা বলেন, আমাদের চাকরি আছে কিন্তু বেতন নেই। অবিলম্বে এসব শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি করার উদ্যোগ গ্রহণ করতে হবে।

সর্বশেষ খবর