সোমবার, ২২ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

প্রাক-নিবন্ধন করেও হজে যেতে পারছেন না লক্ষাধিক

নিজস্ব প্রতিবেদক

চলতি বছর পবিত্র হজে যেতে ইচ্ছুক এমন প্রাক-নিবন্ধন করেছেন ২ লাখ ২৯ হাজার ৭৬৩ জন। আর সৌদি সরকারের সঙ্গে গত ১৪ জানুয়ারি চুক্তি অনুযায়ী হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। অর্থাৎ নিবন্ধন করেও ১ লাখ ২ হাজার ৫৬৫ জন এবার হজে যেতে পারছেন না। গতকাল সচিবালয়ে হজ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ধর্মসচিব আনিসুর রহমান।

প্রাক-নিবন্ধনকারীদের মধ্যে কারা হজে যেতে পারবেন-জানতে চাইলে ধর্মসচিব বলেন, হজের প্যাকেজ ঘোষণার পর যারা প্রথম নিবন্ধন করেছেন, তারাই এবার হজে যাবেন। এখানে আগে এলে আগে পাবেন ভিত্তিতে নিবন্ধন সম্পন্ন করা হবে। বাকিরা অপেক্ষমাণ থাকবেন। হজ  এজেন্সিগুলোও  এই নিবন্ধন করবে। সেখান থেকে কেউ যদি না যায়, তাহলে অগ্রাধিকার ভিত্তিতে অপেক্ষমাণ তালিকা  থেকে হজে যাওয়ার জন্য যাত্রী পাঠানো হবে। তবে হজযাত্রী বাড়ানোর জন্য সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে বলেও জানান ধর্মসচিব। হজ প্যাকেজ কবে নাগাদ ঘোষণা হতে পারে-এমন প্রশ্নের জবাবে আনিসুর রহমান বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই হজ প্যাকেজ ঘোষণার  চেষ্টা করা হচ্ছে। যদি কোনো কারণে না হয়, তাহলে  ফেব্রুয়ারির মাঝামাঝিতে অবশ্যই তা করা হবে। এবার ভারত থেকে অনেক হজযাত্রী জাহাজে করে হজে যাচ্ছেন। এতে তাদের খরচ তুলনামূলকভাবে অনেক কম হবে। বাংলাদেশ সেই বিষয়টি চিন্তা করছে কিনা-এ ব্যাপারে ধর্মসচিব বলেন, সৌদি কর্তৃপক্ষ এ ব্যাপারে এখনো সম্মতি দেয়নি।

সর্বশেষ খবর