বুধবার, ২৪ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

১০০৯ জনের বিরুদ্ধে নাসিকের অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

হকার উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষের ১৬ জানুয়ারির ঘটনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) সদর মডেল থানায় গতকাল একটি আবেদন অভিযোগ দাখিল করেছে। নাসিকের আইনবিষয়ক কর্মকর্তা বি এম সাত্তার ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত প্রায় ১ হাজার লোকের বিরুদ্ধে অভিযোগটি করেন। অভিযোগে বলা হয়, এসব ব্যক্তি পরিকল্পিতভাবে (মেয়রকে) হত্যার জন্য সেদিন লাঠিসোঁটা ও অস্ত্র নিয়ে তার শান্তিপূর্ণ মিছিলে হামলা চালায়। থানায় দাখিলকৃত অভিযোগে যাদের নাম রয়েছে তারা হলেন— জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম উদ্দিন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, জেলা যুবলীগ নেতা জানে আলম বিপ্লব, চঞ্চল মাহমুদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন ও নিয়াজুল ইসলাম। এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) আবদুর রাজ্জাক জানান, নাসিকের পক্ষ থেকে অভিযোগের আলোকে মামলার জন্য আবেদন করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর