বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ভিখারির বেশে রাজপথে শ্রমিকরা

অবরোধের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

ভিখারির বেশে রাজপথে শ্রমিকরা

বকেয়া বেতন-ভাতার দাবিতে গতকাল চট্টগ্রাম শহরে থালা-বাটি নিয়ে বিক্ষোভ করেন আমিন জুট মিলের শ্রমিকরা —বাংলাদেশ প্রতিদিন

গায়ে ছেঁড়া জামা ও হাতে প্লাস্টিকের থালা নিয়ে ভিখারির বেশে খুলনায় ‘ভুখা’ মিছিল করেছেন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। বকেয়া মজুরি পরিশোধসহ ১১ দাবিতে গতকাল দুপুরে শ্রমিকরা এ মিছিল করেন। একই দাবিতে আগামী ২৮ ও ২৯ জানুয়ারি পাটকল শ্রমিকরা ৪৮ ঘণ্টার রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি পালন করবেন বলে ঘোষণা দিয়েছেন। এদিকে বিদেশে পাটপণ্য বিক্রির প্রথম কিস্তির টাকা পাওয়ায় খুলনার রাষ্ট্রায়ত্ত ৮ পাটকলে ৩৩ কোটি টাকা দিয়েছে বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি)। তবে শর্ত সাপেক্ষে চালু থাকা মিলগুলোতে শ্রমিকদের বকেয়া পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। খুলনা-যশোর পাটকল শ্রমিক সিবিএ-ননসিবিএ পরিষদের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন জানান, বকেয়া পরিশোধ, মজুরি কমিশন গঠন ও অবসরে যাওয়া শ্রমিকদের পাওনাসহ ১১ দাবিতে আন্দোলন করছেন পাটকল শ্রমিকরা। টানা কর্মসূচিতে গত ২৮ ডিসেম্বর থেকে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোতে উৎপাদন বন্ধ রয়েছে। তিনি বলেন, দাবি আদায়ে খুলনার খালিশপুর ও আটরা শিল্পাঞ্চলের শ্রমিকরা আলাদাভাবে ভুখা মিছিল করেছেন। মিছিলে শ্রমিকদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও যোগ দেন। শ্রমিক নেতা সোহরাব হোসেন বলেন, মজুরি না পেয়ে শ্রমিকরা অর্ধাহারে-অনাহারে রয়েছেন। অথচ বিজেএমসির পক্ষ থেকে সংকট নিরসনে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এদিকে প্লাটিনাম, ক্রিসেন্ট, খালিশপুর, দৌলতপুর ও স্টার জুটমিলের শ্রমিকদের ভুখা মিছিল চলাকালে নতুন রাস্তার মোড় রেলক্রসিংয়ে খুলনা-রাজশাহী চলন্ত ট্রেনে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

 

সর্বশেষ খবর