বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

স্কুল-মাদ্রাসায় কেবিনেট নির্বাচন ২৭ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক

শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি বিকশিত করতে সারা দেশের মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসায় ২৭ জানুয়ারি ‘স্টুডেন্টস কেবিনেট’ নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ২০১৫ সাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ নির্বাচন হচ্ছে। জানা গেছে- সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত বিরতিহীনভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নেতা নির্বাচনের এ ভোটগ্রহণ চলবে। মাধ্যমিক পর্যায়ের প্রতি শিক্ষা প্রতিষ্ঠানে ৮ জন শিক্ষার্থী নিয়ে কেবিনেট গঠিত হবে। প্রত্যেক শ্রেণি থেকে একজন করে ৫ জন এবং পরবর্তী সর্বোচ্চ ভোট প্রাপ্ত তিন শ্রেণি থেকে ১ জন করে ৩ জনকে নিয়ে ৮ জনের কেবিনেট গঠিত হবে।

সর্বশেষ খবর