বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

রূপগঞ্জের দুই স্পটে বসুন্ধরা গ্রুপের শীতবস্ত্র বিতরণ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

রূপগঞ্জের দুই স্পটে বসুন্ধরা গ্রুপের শীতবস্ত্র বিতরণ

রূপগঞ্জে গতকাল আওয়ামী লীগ ও বসুন্ধরা গ্রুপের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বসুন্ধরা গ্রুপ ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলার দুটি স্পটে দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়া এলাকায় ও ভোলাব ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন মাঠ এলাকায় এ বিতরণ অনুষ্ঠান করা হয়। বসুন্ধরা গ্রুপের পূর্বাচল (ল্যান্ড) পরিচালক, রংধনু গ্রুপ ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলহাজ রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. শাহজাহান ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, কাঞ্চন পৌরসভার মেয়র আবুল বাশার বাদশা, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি খন্দকার আবুল বাশার টুকু, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি হাফিজুর রহমান সজিব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক ভুইয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হোসেন ভুইয়া রানু, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুল আজিজ, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. মিজানুর রহমান মেম্বার, আওয়ামী লীগ নেতা তরিকুল ইসলাম মোগল, ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম চৌধুরী অপু, সাবেক কাউন্সিলর আসাদুজ্জামান মোল্লা, বর্তমান কাউন্সিলর জহিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন মেম্বার, ছাত্রলীগ নেতা আশিকুল ইসলাম খোকন, যুবলীগ নেতা মাসুম মিয়া, তারাব পৌর যুবলীগ নেতা আবদুল আউয়াল, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী ইয়ার হোসেন, লুত্ফর রহমান মুন্না, যুবলীগ নেতা নবী হোসেন, হাজী সফিকুল ইসলাম, মহিলা নেত্রী স্বপ্না আক্তার, মায়া বেগম, ময়না আক্তার প্রমুখ। এ সময় বসুন্ধরা গ্রুপের পূর্বাচল (ল্যান্ড) পরিচালক আলহাজ রফিকুল ইসলাম রফিক বলেন, ‘রূপগঞ্জবাসীকে সঙ্গে নিয়ে আমরা স্বাধীনতার পক্ষে কাজ করব। দেশ গড়ার সংগ্রামে বসুন্ধরা গ্রুপের পাশে থেকে আমরা রূপগঞ্জবাসী প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করব।’

সর্বশেষ খবর