শিরোনাম
বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

কোকোর কবর জিয়ারত করলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কোকোর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সন্ধ্যায় খালেদা জিয়ার গুলশানের বাসা ‘ফিরোজা’ ও চেয়ারপারসনের কার্যালয়ে কোকোর স্মরণে আলাদা আলাদা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সকালে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে কোকোর স্মরণে   দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিশেষ আদালত থেকে ফিরে গুলশানের বাসা থেকে বিকাল পৌনে পাঁচটায় পরিবারের সদস্যদের নিয়ে বনানী কবরস্থানে যান বিএনপি চেয়ারপারসন। সেখানে ছোট ছেলের কবরের পাশে বসে নীরবে তিনি কোরআন শরিফ পড়েন কিছুক্ষণ। এ সময় খালেদা জিয়ার সেজ বোন সেলিনা ইসলাম বিন্দু, প্রয়াত ভাই সাঈদ এস্কান্দারের স্ত্রী নাসরিন আহমেদ, ছোট ভাই শামীম এস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমাসহ কয়েকজন আত্মীয় উপস্থিত ছিলেন। এর আগে খালেদা জিয়া পরিবারের সদস্যসহ নেতা-কর্মীদের নিয়ে ফাতেহা পাঠ করে বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, রুহুল আলম চৌধুরী, চেয়ারপারসনের ?উপদেষ্টা আমানউল্লাহ আমান, গাজী মাজহারুল আনোয়ার, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কোকো।

সর্বশেষ খবর