বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

মকবুল ফিদা হুসেনের প্রদর্শনী

সাংস্কৃতিক প্রতিবেদক

মকবুল ফিদা হুসেনের প্রদর্শনী

উপমহাদেশের প্রখ্যাত ও আলোচিত চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেনের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে তার চিত্রকর্ম নিয়ে উত্তরার গ্যালারি কায়ায় শুরু হয়েছে ‘মকবুল ফিদা হুসেন : জার্নি ইন গ্রাফিকস’ শীর্ষক প্রদর্শনী।

প্রধান অতিথি হিসেবে গতকাল সন্ধ্যায় এই প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন গ্যালারি কায়া’র পরিচালক গৌতম চক্রবর্তী।

ভারতের গণেশ প্রতাপ সিং ও বিনয় এম শেঠের সংগ্রহশালা থেকে কিংবদন্তি এই শিল্পীর ছাপচিত্রগুলো সংগ্রহ করা হয়েছে বলে জানান গ্যালারি কায়ার পরিচালক।

৫৯টি গ্রাফিক চিত্রকর্ম দিয়ে সাজানো এই প্রদর্শনী ৩১ জানুয়ারি শেষ হবে।

চিত্তরঞ্জন সাহা স্মরণ : বাংলা একাডেমিতে চট বিছিয়ে সত্তর দশকে বইমেলার যাত্রা শুরু করেছিলেন মুক্তধারার কর্ণধার প্রকাশক চিত্তরঞ্জন সাহা। দেশের প্রত্যন্ত অঞ্চলে বইমেলার আয়োজন করে এ দেশে পাঠক তৈরিতে এবং বইয়ের প্রচার ও প্রসারে আমৃত্যু কাজ করেছেন একুশে পদকপ্রাপ্ত এই প্রকাশক। দশম প্রয়াণবার্ষিকী উপলক্ষে চিত্তরঞ্জন সাহাকে গান ও আলোচনার মধ্য দিয়ে স্মরণ করেছে প্রকাশকরা।

গতকাল বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই আয়োজন।

যৌথভাবে এই স্মরণসভার আয়োজন করে জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি এবং পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। এতে প্রধান অতিথি ছিলেন ইমেরিটাস প্রফেসর ড. আনিসুজ্জামান।

সর্বশেষ খবর