শনিবার, ২৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

চট্টগ্রামে নিয়ন্ত্রণহীন ওষুধ বাণিজ্য

বিক্রি হচ্ছে নকল ও মানহীন পণ্য, অভিযানেও সুফল নেই

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রামে নিয়ন্ত্রণহীন ওষুধ বাণিজ্য

চট্টগ্রাম নগরের খুলশী থানার লালখান বাজারের পশ্চিম হাইলেভেল রোডে ‘অ্যাকুরা ফার্মা বাংলাদেশ’ নামের একটি প্রতিষ্ঠানের অফিস ও গুদামে অভিযান চালিয়ে পুলিশ ওষুধসহ ২৬ ধরনের প্রায় এক হাজার কৌটা জব্দ করে। এর মধ্যে ফুড সাপ্লিমেন্ট, ভিটামিন ও শক্তিবর্ধক ওষুধ ছিল। এ ছাড়া গত বছরের জানুয়ারিতে নগরের কেবি আমান আলী রোডের একটি নকল ওষুধ তৈরির কারখানাকে দুই লাখ ও গুদাম মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এভাবে নগরের বিভিন্ন স্থানে অবৈধ ও নকল ওষুধ তৈরি এবং বিপণন করা হচ্ছে। তবে এর বিরুদ্ধে কোনো তৎপরতা নেই। মাঝেমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করলেও তা অত্যন্ত অপ্রতুল। ফলে অবৈধ ও নকল ওষুধ তৈরি এবং আমদানিকারকরা থাকেন বহাল তবিয়তে। যার কারণে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে জীবনরক্ষাকারী এসব নকল ওষুধের বাণিজ্য। অভিযোগ আছে, ওষুধ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ ‘ওষুধ তত্ত্বাবধায়কের কার্যালয়’ নকল ও মানহীন ওষুধ নিয়ন্ত্রণে কার্যকর কোনো উদ্যোগ নেয় না। এ কারণে নকলকারীরা ক্রমেই অপ্রতিরোধ্য হয়ে উঠেছে।  জানা যায়, ২০১৫ সালের গত ৮ জুলাই থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ রুহুল আমিন নগরে নকল ওষুধের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালান। ওই দফায় টানা অভিযানে ১৫২টি মামলা, ১৫২ ফার্মেসি মালিককে দণ্ডিত, ২৩ লাখ ১১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায়, ২৫টি ফার্মেসি সিলগালা, তিনজনকে কারাদণ্ড, একাধিক নকল ওষুধ তৈরির কারখানা সিলগালা ও ছয়জন ভুয়া চিকিত্সককে কারাদণ্ড দেয়। ওই সময় নগরের নকল ওষুধ বিপণন ও উত্পাদনকারীদের লাগাম টানা হয়েছিল। কিন্তু বর্তমানে তারা ফের বেপরোয়া হয়ে উঠেন।

ওই সময় অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বর্তমানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মুহাম্মদ রুহুল আমিন বলেন, ‘নকল ওষুধের বিরুদ্ধে অভিযান রুটিন ওয়ার্ক। তবে জরুরি কথা হলো— নিজের মানসিকতার পরিবর্তন। নাগরিক হিসেবে সবাইকেই শুদ্ধাচার চর্চা করতে হবে। অন্যথায়, প্রশাসন আজ অভিযান চালিয়ে চলে যাবে, কাল সে আবারও অনৈতিক কাজে লিপ্ত হবে। তাই নকল প্রতিরোধে প্রয়োজন মানসিকতার পরিবর্তন ও প্রশাসনের কঠোর নজরদারি।’

 

 

সর্বশেষ খবর