শিরোনাম
শনিবার, ২৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বই পড়ে পুরস্কার পেল ৩৮০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, খুলনা

বই পড়ে পুরস্কার পেল ৩৮০০ শিক্ষার্থী

গ্রামীণফোনের সহযোগিতায় ও বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে খুলনায় বই পড়ে পুরস্কার পেয়েছে ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ হাজার ৮০৪ শিক্ষার্থী। স্কুলপর্যায়ের শিক্ষার্থীদের বইপড়া কার্যক্রমের অংশ হিসেবে তাদেরকে পুরস্কৃত করা হয়। গতকাল নগরীর পিটিআই প্রাঙ্গণে দিনব্যাপী বর্ণাঢ্য পুরস্কার বিতরণী উৎসবে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিশ্চিন্ত কুমার পোদ্দার, বিশিষ্ট লেখক খায়রুল আলম সবুজ, শিশুসাহিত্যিক আলী ইমাম, খুলনা পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট সৈয়দা ফেরদৌসী বেগম, গ্রামীণফোনের খুলনা অঞ্চলের হেড অব মার্কেটিং পার্থ প্রতীম ভট্টাচার্য্য এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক ও উপ-সচিব জনাব শরিফ মো. মাসুদ। অনুষ্ঠানে বক্তারা পুরস্কারপ্রাপ্ত ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়ে বেশি বেশি বই পড়ার পরামর্শ দেন।

সর্বশেষ খবর