শনিবার, ২৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

আতঙ্কের নাম রংপুর মেডিকেলের লিফট

পাঁচ বছরে নয় জনের মৃত্যু

শাহজাদা মিয়া আজাদ, রংপুর

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের ১৫টি লিফটই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এসব লিফটের বেশিরভাগের সিগন্যাল বাতি নষ্ট। সুইচ অচল। বাইরে থেকে দরজা টেনে ফাঁক করে লিফটে উঠতে হয়। ছয়তলা ভবনের এ হাসাপাতালে উঠানামা করার জন্য বাধ্য হয়ে অনুপযোগী লিফটে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এতে হরহামেশাই দুর্ঘটনা ঘটছে। হতাহত হচ্ছেন মানুষ। গত মঙ্গলবার রাতে দরজা টেনে ফাঁক করে লিফটে উঠার সময় পা পিছলে লিফটে পড়ে গিয়ে শামসুদ্দোহা (৭০) নামে এক রোগীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শামসুদ্দোহা গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত আবদুল কাফির ছেলে। এ নিয়ে পাঁচ বছরে লিফটে পড়ে ৯ জনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এর মধ্যে ৮জন রোগী ও একজন হাসপাতালের কর্মচারী। 

 

সর্বশেষ খবর