শনিবার, ২৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

অভিমান ভুলে কাছাকাছি বাদশা লিটন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক সব আন্দোলন সংগ্রামে একসঙ্গে রাজপথে ছিলেন ফজলে হোসেন বাদশা ও এএইচএম খায়রুজ্জামান লিটন। কিন্তু ২০১৪ সালের সংসদ নির্বাচনের পর দুই নেতার পথ দুই দিকে। মুখ দেখাদেখিও প্রায় বন্ধ ছিল। এ অবস্থায় দুই নেতার শীতল সম্পর্কে উত্তাপ ছড়িয়েছে বাদশার আসনে লিটনকে প্রার্থী করার দাবি। তবে সব অভিমান ভুলে বৃহস্পতিবার কাছাকাছি হয়েছিলেন দুই নেতা। রাজশাহীর মেট্রোপলিটন এরপর  কলেজের অ্যাকাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এই দুই নেতা কাছাকাছি আসেন। অনুষ্ঠানে বক্তৃতাকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘আমরা চাই ফজলে হোসেন বাদশা আবার এমপি হিসেবে নির্বাচিত হোন। আমরা তার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে রাজশাহীর উন্নয়নে কাজ করে যাব। তিনি বলেন, ‘আমি চাই ফজলে হোসেন বাদশা এমপি হিসেবে থাকুন।

আমি আর ফজলে হোসেন বাদশা ঐক্যবদ্ধ থাকলে রাজশাহীর উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। এর জন্য সবাইকে জনগণের পাশে থাকার আহ্বান জানাচ্ছি।’

সর্বশেষ খবর