শনিবার, ২৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

শাস্ত্রীয় নাচ ও গানের আসর

সাংস্কৃতিক প্রতিবেদক

শাস্ত্রীয় নাচ ও গানের আসর

শাস্ত্রীয় সংগীত পরিষদের আয়োজনে গতকাল সন্ধ্যায় রাজধানীর পান্থপথের আর্টিজান সেন্টারে অনুষ্ঠিত হয় নৃত্যপটিয়সী অনন্যা ওয়াফি রহমানের শাস্ত্রীয় নাচ ও গানের আসর। অনুষ্ঠানে অনন্যা ওয়াফি রহমানের কত্থক নাচের সঙ্গে শাস্ত্রীয় সংগীত পরিবেশন করেন ভারতের শিল্পী উজ্জ্বল দত্ত।

ছায়ানটে লোকসংগীত : চিরায়ত বাংলার ঐতিহ্যকে ধারণ করে ছায়ানটে অনুষ্ঠিত হয়েছে লোকসংগীতর অনুষ্ঠান। গতকাল মাঘের সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত মাটির গানে আকুল হয়েছেন দর্শক-শ্রোতারা।

সম্মাননা পেলেন ছয় গুণী শিল্পী : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মল চত্বরে গতকাল বিকালে উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। উদ্বোধনী দিনে ছয় গুণীকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন— কণ্ঠশিল্পী সুবীর নন্দী, গীতিকার কবি জাহিদুল হক, সুরকার সেলিম আশরাফ, গীতিকার ও সুরকার অনুপ ভট্টাচার্য, যন্ত্রশিল্পী ফিরোজ খান এবং মনিরুজ্জামান। এ ছাড়াও বিভাগের ২০১৬ সালের স্নাতক পরীক্ষায় প্রথম স্থান অধিকারী জান্নাতুল ফেরদৌস নীলাকে ‘নীলুফার ইয়াসমিন স্মারক বৃত্তি’ প্রদান করা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর