শনিবার, ২৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

১৬ কোটি মানুষের দেশে নিবন্ধিত টিআইএন ২০ লাখ

কাস্টমস দিবস আলোচনা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ‘স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা করা হয় মাত্র ৭০০ কোটি টাকার। কিন্তু চলতি অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছিল ৪ লাখ কোটি টাকার। প্রতি বছরই বাজেটের আকার বাড়ছে। কিন্তু এই বিশাল পরিমাণ টাকা আসবে কোত্থেকে? এই টাকা আমাদের আহরণ করতে হবে। অথচ আমাদের নিবন্ধিত টিআইএন আছে মাত্র ২০ লাখ। কিন্তু দেশে মানুষ আছে ১৬ কোটি। এই বিশাল জনগোষ্ঠীর মধ্য থেকে যদি দুই কোটি মানুষকে করের আওতায় আনতে পারি, সেটি দেশের জন্য ভালো হবে।’ গতকাল সকালে কাস্টমস হাউসের অডিটোরিয়ামে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন। কাস্টমস কমিশনার ড. এ কে এম নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেট চট্টগ্রামের কমিশনার মোহাম্মদ এনামূল হক, মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাস্টমস বন্ড কমিশনারেট চট্টগ্রামের কমিশনার আজিজুর রহমান। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক ও ভ্যাট প্রশাসন) রেজাউল হাসান, নগর পুলিশ কমিশনার ইকবাল বাহার, বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম খালিদ ইকবাল, আইনজীবী ব্যারিস্টার কাজী তানজীব উল আলম, চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কমিশনার মাহবুব হোসেন, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনার সৈয়দ গোলাম কিবরিয়া, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, মেট্রোপলিটন চেম্বারের সহসভাপতি এম এ মাহবুব চৌধুরী, উইম্যান চেম্বারের সিনিয়র সহসভাপতি আবিদা সুলতানা। এর আগে দিবস উপলক্ষে সকাল ৯টায় কাস্টমস হাউসের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কাস্টমস হাউসে এসে শেষ হয়।

গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। আপনারা গ্রামে গিয়ে দেখেন, গ্রামীণ অর্থনীতি এখন অনেক এগিয়েছে। আমার মনে হয়, বন্ধুসুলভ আচরণ করে গ্রামের মানুষদেরও করের আওতায় আনা সম্ভব হবে।’

তিনি বলেন, ‘বাজেটের সিংহভাগ টাকা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও কাস্টমস আহরণ করে দেয়। অর্থমন্ত্রী মহোদয় ইতিমধ্যে ঘোষণা করেছেন, ২০১৮-১৯ অর্থবছরে বাজেটের আকার হবে ৪ লাখ ৬০ হাজার কোটি টাকার।’

সর্বশেষ খবর