শিরোনাম
শনিবার, ২৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
উত্তরা মেডিকেল কলেজ

অবসরে গিয়েও দুই পদে সাবেক অধ্যাপক!

নিজস্ব প্রতিবেদক

চাকরি থেকে অবসরে যাওয়ার পরেও রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে দায়িত্ব পালন ও চিফ কনসালটেন্ট সার্জারি পদে ডা. আকরাম হোসেনের অধিষ্ঠ থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকি প্রফেসর পদ থেকে গত বছরের ৩১ ডিসেম্বর অবসরে যাওয়ার পরেও নতুন করে চিফ কনসালটেন্ট সার্জারি পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া নিয়েও প্রশ্ন উঠেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিএমডিসি এর নিয়ম মোতাবেক ৬৫ বছরের পূর্ণ করে অবসরে গেলে কোনো চিকিৎসকই প্রশাসনিক ও একাডেমিক পদে থাকতে পারবেন না। জানা গেছে, বিএসএমআরআই ট্রাস্টের অধীনন্থ সব ইউনিটের সব ডাক্তার ও শিক্ষকদের চাকরিবিধান ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিএমডিসি নিয়ম অনুযায়ী পরিচালিত হয়। অভিযোগ উঠেছে—ট্রাস্টের সেক্রেটারি মেজর জেনারেল (অব.) রফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিএমডিসি সব নিয়ম কানুন তোয়াক্কা না করে শিক্ষার্থী ভর্তির অজুহাত দেখিয়ে কলেজে সিনিয়র প্রফেসর থাকা সত্ত্বেও ১ জানুয়ারি থেকে তিন মাসের জন্য অধ্যক্ষের কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। অন্যদিকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজে চিফ কনসালটেন্ট সার্জারি পদ না থাকলেও নিয়ম বহির্ভূতভাবে ডা. আকরাম হোসেনকে এই পদে দুই বছরের জন্য চাকরি দেওয়া হয়েছে। এ নিয়ে কলেজ ও হাসপাতালের চিকিৎসক,  শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।

সর্বশেষ খবর